Social Icons

Pages

Monday, March 21, 2016

আজকের বিষয়ঃ কম্পিউটার ও ল্যাপটপের পরিচর্যা



   

ল্যাপটপের জন্য কুলিই ফ্যান ব্যবহার করুন, এতে ল্যাপটপ ঠান্ডা থাকবে ও ভাল স্পীড পাবেন।
ল্যাপটপ বা পিসি হঠাৎ বন্ধ বা অফ হয়ে যেতে পারে বা রিস্টার নিয়ে থাকে। যেমন ভাইরাস এর জন্য, পাওয়ার সমস্যা, কুলিই ফ্যানে অতিরিক্ত ময়লা জমা, সফটওয়্যার সমস্যা, এছাড়াও হার্ডওয়্যার সমস্যা, কোন যন্ত্রাংশ শর্ট থাকলে পিসি হঠাৎ অফ হয়ে যায়।




ল্যাপটপ কোন সময়ই বিছানার উপরে রেখে চালাবেন না। বিশেষ করে যদি কোন নরম বালিশ, কোম্বল, লেপ বা অন্য কিছু। এতে ল্যাপটপের নিচের হওয়া চলাচল বন্ধ হয়ে যায় এবং ল্যাপটপ হঠাৎ রিস্টার নেয় বা অফ হয়ে যায়।

No comments:

Post a Comment

 
Blogger Templates