Social Icons

Pages

Thursday, March 31, 2016

কম্পিউটার টুকিটাকি।

                                                             আজকের বিষয়ঃ 
কম্পিউটারের পরিচর্যাঃ 
দীর্ঘদিন আপনার কম্পিউটার ব্যবহারের ফলে এতে নানান ময়লা ধুলাবালি জমে যায়, এতে করে কম্পিউটারের হার্ডওয়ার ঠিকভাবে পরিপূর্ণ কাজ দিতে পারেনা। এটা পরিষ্কার রাখা জরুরী।
বাজারে নানান ব্র্যান্ডের ল্যাপটপ, ডেক্সটপ পরিষ্কারের ক্লিনার বা ম্যাজিক সল্যুশন পাওয়া যায়। তবে কম্পিউটারের হার্ডওয়্যার পরিষ্কারের ক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, সব কিছু ধীরে এবং হাল্কা ভাবে করতে হবে।

Wednesday, March 23, 2016

কম্পিউটার টুকিটাকি।


আপনার কম্পিউটার কে ঘুমাবার আগে সুইচ বন্ধ করেছেন তো, 
আপনার কম্পিউটারে কি রাউডার ব্যবহার করেন তাহলে যখন বৃষ্টি হবে বিদ্যুৎ
চমকাবে তখন ক্যাবেল ডিসকানেক্ট করে দিন এতে আপনার কম্পিউটার শর্ট সার্কিটের 
হাত থেকে রক্ষা পাবে, 

এবং রাউডারের কোন ক্ষতি হবে না । 
সবাই ছোট ছোট বিষয় গুলি খেয়াল রাখবেন তাহলে বড় ক্ষতির হাত থেকে আপনার কম্পিউটার
সুরক্ষিত থাকবে এবং আপনার সময় ও টাকা দুটোই বাচবে ।সবাই ভাল থাকবেন ও অন্যকে ভাল রাখার জন্য চেষ্টা করবেন।

Tuesday, March 22, 2016

আজকের বিষয়ঃ কম্পিউটার টুকিটাকি

আপনার কম্পিউটার কে সুস্থ রাখার জন্য পরিস্কার রাখতে হবে আর এর জন্য অন্তত প্রতি মাসে এক বার করে হলেও আপনার পিসি খুলে পরিস্কার করুন, যদি নিজের ভাল ধারনা থাকে কিভাবে পিসি খুলতে হয় 
তবেই খুলুন না হলে আপনার নিকটস্ত কম্পিউটার সার্ভিস সেন্টারে নিয়ে যান একটু কষ্ট করে,




মনে রাখবেন একটু কষ্ট ও কিছু টাকা খরচের মাধ্যমে আপনি সারামাস ভালভাবে কম্পিউটার ব্যবহার করতে পারবেন। আর একটি কথা সবাই আমরা নেট ইউসড করি এখন তাই কম দামের হলেও 
আমাদের পিসির জন্য একটি এন্টিভাইরাস ইউসড করি । এন্টিভাইরাসের ব্যবহারের মাধ্যমে আপনার পিসিকে রাখুন নিরাপদ এবং আপনারা থাকুন চিন্তামুক্ত। সবাই ভাল থাকবেন এবং অন্যকে ভাল থাকার জন্য চেষ্টা করবেন। 

Monday, March 21, 2016

আজকের বিষয়ঃ কম্পিউটার ও ল্যাপটপের পরিচর্যা



   

ল্যাপটপের জন্য কুলিই ফ্যান ব্যবহার করুন, এতে ল্যাপটপ ঠান্ডা থাকবে ও ভাল স্পীড পাবেন।
ল্যাপটপ বা পিসি হঠাৎ বন্ধ বা অফ হয়ে যেতে পারে বা রিস্টার নিয়ে থাকে। যেমন ভাইরাস এর জন্য, পাওয়ার সমস্যা, কুলিই ফ্যানে অতিরিক্ত ময়লা জমা, সফটওয়্যার সমস্যা, এছাড়াও হার্ডওয়্যার সমস্যা, কোন যন্ত্রাংশ শর্ট থাকলে পিসি হঠাৎ অফ হয়ে যায়।




ল্যাপটপ কোন সময়ই বিছানার উপরে রেখে চালাবেন না। বিশেষ করে যদি কোন নরম বালিশ, কোম্বল, লেপ বা অন্য কিছু। এতে ল্যাপটপের নিচের হওয়া চলাচল বন্ধ হয়ে যায় এবং ল্যাপটপ হঠাৎ রিস্টার নেয় বা অফ হয়ে যায়।

Saturday, March 19, 2016

আজকের বিষয় কম্পিউটার ভাইরাস

আসলামুআলাইকুম ,
সবাই ভাল আছেন তো সবার কম্পিউটার ঠিক আছে তো, কম্পিউটারে এন্টিভাইরাস ব্যবহার করুন
ভাইরাস থেকে মুক্ত থাকুন আর নিরাপদে রাখুন আপনার প্রিয় কম্পিউটার কে,



ভাইরাস খুবই খারাপ বিষয় যা অনেক সমায় আপনাকে ফেলতে পারে অনেক বিপদে।
তাই বন্ধুরা সবাই এন্টিভাইরাস ব্যবহার করুন আপনার প্রয়োজনিয় ডাটাকে সুরক্ষিত রাখুন এটাই কামনা  করি।
 
Blogger Templates